Chalisa

Hanuman Chalisa (হনুমান চালিসা) in Bengali

/

by Nikul

/

Hanuman Chalisa Lyrics in Bengali – বাংলায় হনুমান চালিসার গান

দোহা
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি ।
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ॥
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার ।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার ॥

ধ্যানম্
গোষ্পদীকৃত বারাশিং মশকীকৃত রাক্ষসম্ ।
রামাযণ মহামালা রত্নং বংদে-(অ)নিলাত্মজম্ ॥
যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাংজলিম্ ।
ভাষ্পবারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসাংতকম্ ॥

চৌপাঈ
জয হনুমান জ্ঞান গুণ সাগর ।
জয কপীশ তিহু লোক উজাগর ॥ 1 ॥

রামদূত অতুলিত বলধামা ।
অংজনি পুত্র পবনসুত নামা ॥ 2 ॥

মহাবীর বিক্রম বজরংগী ।
কুমতি নিবার সুমতি কে সংগী ॥3 ॥

কংচন বরণ বিরাজ সুবেশা ।
কানন কুংডল কুংচিত কেশা ॥ 4 ॥

হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ ।
কাংথে মূংজ জনেবূ সাজৈ ॥ 5॥

শংকর সুবন কেসরী নংদন ।
তেজ প্রতাপ মহাজগ বংদন ॥ 6 ॥

বিদ্যাবান গুণী অতি চাতুর ।
রাম কাজ করিবে কো আতুর ॥ 7 ॥

প্রভু চরিত্র সুনিবে কো রসিযা ।
রামলখন সীতা মন বসিযা ॥ 8॥

সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা ।
বিকট রূপধরি লংক জলাবা ॥ 9 ॥

ভীম রূপধরি অসুর সংহারে ।
রামচংদ্র কে কাজ সংবারে ॥ 10 ॥

লায সংজীবন লখন জিযাযে ।
শ্রী রঘুবীর হরষি উরলাযে ॥ 11 ॥

রঘুপতি কীন্হী বহুত বডাযী ।
তুম মম প্রিয ভরত সম ভাযী ॥ 12 ॥

সহস্র বদন তুম্হরো যশগাবৈ ।
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ॥ 13 ॥

সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।
নারদ শারদ সহিত অহীশা ॥ 14 ॥

যম কুবের দিগপাল জহাং তে ।
কবি কোবিদ কহি সকে কহাং তে ॥ 15 ॥

তুম উপকার সুগ্রীবহি কীন্হা ।
রাম মিলায রাজপদ দীন্হা ॥ 16 ॥

তুম্হরো মংত্র বিভীষণ মানা ।
লংকেশ্বর ভযে সব জগ জানা ॥ 17 ॥

যুগ সহস্র যোজন পর ভানূ ।
লীল্যো তাহি মধুর ফল জানূ ॥ 18 ॥

প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।
জলধি লাংঘি গযে অচরজ নাহী ॥ 19 ॥

দুর্গম কাজ জগত কে জেতে ।
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ॥ 20 ॥

রাম দুআরে তুম রখবারে ।
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ॥ 21 ॥

সব সুখ লহৈ তুম্হারী শরণা ।
তুম রক্ষক কাহূ কো ডর না ॥ 22 ॥

আপন তেজ সম্হারো আপৈ ।
তীনোং লোক হাংক তে কাংপৈ ॥ 23 ॥

ভূত পিশাচ নিকট নহি আবৈ ।
মহবীর জব নাম সুনাবৈ ॥ 24 ॥

নাসৈ রোগ হরৈ সব পীরা ।
জপত নিরংতর হনুমত বীরা ॥ 25 ॥

সংকট সে হনুমান ছুডাবৈ ।
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ॥ 26 ॥

সব পর রাম তপস্বী রাজা ।
তিনকে কাজ সকল তুম সাজা ॥ 27 ॥

ঔর মনোরধ জো কোযি লাবৈ ।
তাসু অমিত জীবন ফল পাবৈ ॥ 28 ॥

চারো যুগ প্রতাপ তুম্হারা ।
হৈ প্রসিদ্ধ জগত উজিযারা ॥ 29 ॥

সাধু সংত কে তুম রখবারে ।
অসুর নিকংদন রাম দুলারে ॥ 30 ॥

অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা ।
অস বর দীন্হ জানকী মাতা ॥ 31 ॥

রাম রসাযন তুম্হারে পাসা ।
সদা রহো রঘুপতি কে দাসা ॥ 32 ॥

তুম্হরে ভজন রামকো পাবৈ ।
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ॥ 33 ॥

অংত কাল রঘুপতি পুরজাযী ।
জহাং জন্ম হরিভক্ত কহাযী ॥ 34 ॥

ঔর দেবতা চিত্ত ন ধরযী ।
হনুমত সেযি সর্ব সুখ করযী ॥ 35 ॥

সংকট ক(হ)টৈ মিটৈ সব পীরা ।
জো সুমিরৈ হনুমত বল বীরা ॥ 36 ॥

জৈ জৈ জৈ হনুমান গোসাযী ।
কৃপা করহু গুরুদেব কী নাযী ॥ 37 ॥

জো শত বার পাঠ কর কোযী ।
ছূটহি বংদি মহা সুখ হোযী ॥ 38 ॥

জো যহ পডৈ হনুমান চালীসা ।
হোয সিদ্ধি সাখী গৌরীশা ॥ 39 ॥

তুলসীদাস সদা হরি চেরা ।
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ॥ 40 ॥

দোহা
পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্ ।
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ॥
সিযাবর রামচংদ্রকী জয । পবনসুত হনুমানকী জয । বোলো ভাযী সব সংতনকী জয ।

Hanuman Chalisa Meaning and Benefits in Bengali – বাংলায় হনুমান চালিসার অর্থ ও উপকারিতা

হনুমান চালিসা হল একটি ভক্তিমূলক স্তোত্র যা ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে, যা ভগবান শিবের অবতার এবং হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা।

এটি 16 শতকের একজন কবি-সন্ত তুলসীদাস দ্বারা রচিত হয়েছিল এবং এতে হনুমানের গুণাবলী এবং শক্তির প্রশংসাকারী চল্লিশটি শ্লোক রয়েছে।

চালিসা শব্দের অর্থ “চল্লিশ” এবং এইভাবে হনুমান চালিসা নামটি চল্লিশটি শ্লোককে বোঝায় যা স্তোত্রটি তৈরি করে।

হনুমান চালিসার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং এটি ভগবান হনুমানের আশীর্বাদের একটি শক্তিশালী আহ্বান বলে মনে করা হয়।

স্তোত্রের গানগুলি কাব্যিক আকারে রচিত এবং প্রভুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে।

প্রতিটি শ্লোকে, ভগবান হনুমানকে তার শক্তি, সাহস, আনুগত্য এবং ভগবান রামের প্রতি ভক্তির জন্য প্রশংসা করা হয়েছে।

স্তোত্রটি আমাদেরকে অনেক অলৌকিক কাজের কথা স্মরণ করিয়ে দেয় যা ভগবান হনুমান তাঁর প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য ভগবান রামকে সাহায্য করার জন্য করেছিলেন।

হনুমান চালিসা প্রায়শই ভগবান হনুমানের সুরক্ষামূলক আশীর্বাদ প্রার্থনা করার জন্য এবং প্রভুর ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ করার উপায় হিসাবে প্রার্থনা করা হয়।

এটা বিশ্বাস করা হয় যে বিশ্বাস ও ভক্তি সহকারে চালিসা জপ করা মানসিক শান্তি আনতে পারে, বাধাগুলি দূর করতে পারে এবং সাহস, শক্তি এবং সুরক্ষা দিয়ে জপকে প্রদান করতে পারে। এটাও বিশ্বাস করা হয় যে নিয়মিত হনুমান চালিসা জপ করা একজনের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতা বাড়াতে সাহায্য করতে পারে।

About
Nikul

I am Nikul Patel, a passionate devotee of Lord Hanuman and have felt inspired by the greatness of Lord Hanuman. I have always been fascinated by his wisdom and courage, and wanted to share this knowledge with others. This led me to create the blog Hanuman Chalisa Online, where I write about Lord Hanuman's teachings and stories.

Hanuman Chalisa Online Logo